Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন সৃষ্টির ইতিহাস

১৯৫৯-৬০ সালে তৎকালীন পাকিস্তান সরকার কর্নফুলী নদীর উপর বাঁধ দিলে কাট্টলী, ঘনমোরসহ বিভিন্ন এলাকা হতে উদ্ভাস্তু হয়ে কাচালং নদীর উজানে এসে বসতি স্থাপন করে এবং  বেশ কয়েকটি মৌজা সৃষ্টি হয়। পরবর্তীতে প্রশাসনিক সুবিধার্থে উলুছড়ি মৌজা, খেদারমারা মৌজা ও সার্বোয়াতলী মৌজা মিলে একটি ইউনিয়ন সৃষ্টি করা হয়। যার নাম খেদারমারা ইউনিয়ন। পরবর্তীতে খেদারমারা ইউনিয়ন থেকে সার্বোয়াতলী মৌজা নিয়ে সারোয়াতলী ইউনিয়ন আলাদা ইউনিয়ন সৃষ্টি হয়।