Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে খেদারমারা ইউনিয়ন

এক নজরে খেদারমারা ইউপি

ইউনিয়নের সৃষ্টি ও নাম করনঃ১৯৬৫ইং সনে ৩৮২নং উলুছড়ি মৌজা, ৩৮৩নং খেদারমারা মৌজা ও ৩৮৪নং সার্বোয়াতলী মৌজা নিয়ে ৩১নং খেদারমারা ইউনিয়ন সৃষ্টি হয়। জনশ্রুতি আছে অনেক বছর আগে এই ইউনিয়নের এক গ্রামে বন্য হাতি ধরার জন্য খেদার(হাতি ধরার ফাঁদ) বানানো হয়।বন্য হাতি গুলোকে খেদারের ভিতর আটকে রেখে গল্প শুনিয়ে পোষমানানো হতো। সেই থেকে ঐ গ্রামের নাম খেদারমারা পরিচিতি লাভ করে। সেই খেদারমারা গ্রামের নামানুসারে ইউনিয়নের নাম রাখা হয় ৩১নং খেদারমারা।

ইউনিয়নের আয়তনঃ             ২৬,৪৪০ বর্গ কিলোমিটার

 ইউনিয়নের সীমা-                উত্তরে- রূপকারী ইউনিয়ন।

                                        দক্ষিণে- কালাপাকুজ্যা ইউনিয়ন।

                                        পূর্বে- কাচালং নদী ও সারোয়াতলী ইউনিয়ন।

                                        পশ্চিমে- আটারকছড়া ইউনিয়ন।

উপজেলা সদর  থেকে দূরত্ব-    ১৩ কিলোমিটার।

গ্রামের সংখ্যা-                     ২৩টি।

পরিবারের সংখ্যা-                ২৪৮৫টি।

জনসংখ্যা-                          ১৩,৪১৭ জন প্রায়।

মৌজার সংখ্যা-                   ২টি।

                                        ১। ৩৮২নং উলুছড়ি মৌজা ও

                                        ২। ৩৮৩নং খেদারমারা মৌজা।

জমির পরিমাণ-                   ১৯৯১.১ হেক্টর।

হাট/বাজার-                       ১টি(দুরছড়ি বাজার)

শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা

                                       ক) সরকারী প্রাথমিক বিদ্যালয়-    ৯টি

                                       খ) বে-সরকারী রেজিঃপ্রাঃবিদ্যালয়-  ১টি

                                       গ) পাড়া কেন্দ্র- ২৪টি

                                       ঘ) উচ্চবিদ্যালয়-২টি

দায়িত্বরত চেয়ারম্যান– বাবু অমলেন্দু বিকাশ  চাকমা

ইউপি ভবন স্থাপনকাল– নাই

নব গঠিত পরিষদের বিবরণ

                                      ক) শপথ গ্রহণের তারিখ– 

                                      খ) প্রথম সভার তারিখ–

                                      গ) মেয়াদ উর্ত্তীনের তারিথ–

ইউনিয়ন পরিষদ জনবল

                                      ক) নির্বাচিত পরিষদ সদস্য– ১৩জন।

                                      খ) ইউনিয়ন পরিষদ সচিব– ১জন।

                                      গ) ইউনিয়ন গ্রামপুলিশ– ১০জন।