Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
খেদারমারা ভাবনা কেন্দ্র
স্থান
রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলাধীন ৩১নং খেদারমারা ইউনিয়নের ৬নং, ৮নং ও ৯নং ওয়ার্ডের মধ্যস্থলে খেদারমারা ভাবনা কেন্দ্রের অবস্থান।
কিভাবে যাওয়া যায়
উপজেলা সদর হতে টেম্পো বোট দিয়ে দুরছড়ি দুরছড়ি বাজার যেতে হবে। দুরছড়ি বাজার হতে মোটর সাইকেল অথবা সিএনজি যোগে খেদারমারা ভাবনা কেন্দ্রে যাওয়া যায়। অথবা উপজেলা সদর থেকেও কাচালং নদীর পশ্চিম পাড় দিয়ে সরাসরি খেদারমারা ভাবনা কেন্দ্রে যাওয়া যায়।
বিস্তারিত

পরম শ্রদ্ধেয় শ্রীমৎ সাধনা নন্দ মহাস্থবির (বনভান্তে) -র সুযোগ্য শিষ্য শ্রীমৎ যোগাসিদ্ধি মহাস্থবির ভান্তে স্বধর্ম প্রাণ দায়ক-দায়িকাদের প্রার্থনায় খেদারমারা ইউনিয়নের দক্ষিণ পশ্চিম এলাকায় খেদারমারা ভাবনা কেন্দ্র নামে ধর্মীয় প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। ভাবনা কেন্দ্রটিরে উত্তর, দক্ষিণ এবং পূর্ব দিকে বাঘাইছড়ি উপজেলাধীন ৩১নং খেদারমারা ইউনিয়নের পশ্চিম খেদারমারা, মন্যারামপাড়া, মধ্যম পাবলাখালী গ্রাম অবস্থিত। পশ্চিম দিকে লংগদু উপজেলাধীন আটারকছড়া ইউনিয়নের পেরাছড়া গ্রাম অবস্থিত। এখানে প্রতি বছর বিশেষ করে- বৌদ্ধ পূর্ণিমা,  প্রবারনা পূর্ণিমা, কঠিন চীবর দান, শ্রদ্ধেয় ভান্তের জন্মবার্ষিকী সহ বিভিন্ন পূজা পার্বন উদযাপিত হয়। প্রতিটি পূজা পার্বনে দেশের বিভিন্ন এলাকা তথা ভারত থেকে আসা হাজার হাজার পূর্ণার্থীর সমগম ঘটে।